এসসিসির সঙ্গে চুক্তি করল শেভরন বাংলাদেশ ও সুইসকন্ট্যাক্ট
দেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠী হিসেবে তৈরির লক্ষে সম্প্রতি সিলেট সিটি করপোরেশন (এসসিসি), সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ এবং শেভরন বাংলাদেশ এক চুক্তি সই করেছে।
ওই চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসিসির মেয়র আরিফুল হক, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, শেভরন বাংলাদেশের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ইমরুল কবির, এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।
উক্ত চুক্তির আওতায় সুইসকন্ট্যাক্টের উত্তরণ প্রকল্প সিলেট সিটি করপোরেশনের সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে সিলেট শহরে একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার জন্যে কাজ করবে।
উত্তরণ - উন্নত জীবনের লক্ষ্যে, একটি তিন বছরের প্রকল্প যা সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ বর্তমানে সিলেট ও ঢাকা বিভাগে বাস্তবায়ন করছে এবং শীঘ্রই তার কাজ খুলনায় সমপ্রসারিত করতে চলেছে।