ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেক সার্টিফিকেট পেল থ্রিআই সিকিউরিটিজ
সম্প্রতি ব্রোকারেজ হাউজ হিসেবে ব্যবসা করতে থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডকে ট্রেক (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) হস্তান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
রাজধানীর ডিএসই ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম থ্রিআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এবং জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুর রাজ্জাকের হাতে এ সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক সালমা নাসরিন, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসাইন।