শিরোনাম

South east bank ad

অবকাঠামো খাতের উন্নয়নে সর্বাধুনিক প্রযুক্তির সেরা পণ্য উৎপাদন করে আসছে বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আধুনিক সভ্যতা বিনির্মাণে অন্যতম অনুষঙ্গ ইস্পাত। ইস্পাতশিল্পে বিপ্লব চলছে বাংলাদেশে। আর এর গর্বিত অংশীদার বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নারায়ণগঞ্জের মদনপুরে অবস্থিত বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজের (বিএসআই) কারখানাটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। অটোমেটেড রি-রোলিং মিলে তারা বিলেট ও বিএসআই ব্র্যান্ডের রড তৈরি করে। তাদের পণ্য যুক্তরাষ্ট্র থেকে ফ্যাটিগ পরীক্ষিত। মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাত এবং পণ্যের মানোন্নয়নই প্রতিষ্ঠানটির বড় লক্ষ্য।

মজবুত দেশ গড়ার প্রত্যয় নিতে দেশের অবকাঠামো খাতের উন্নয়নে সর্বাধুনিক প্রযুক্তির সেরা পণ্য উৎপাদন করে আসছে বিএসআই নামে পরিচিত এ প্রতিষ্ঠানটি। দেশের ইস্পাতশিল্পের এ অবস্থানে আসার পেছনে বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজের বেশ ভূমিকা রয়েছে। সঠিক দামে, সঠিক মানের পণ্য বিপণন করে আসছে তারা।

দেশে উচ্চশক্তির রড তৈরিসহ ইস্পাতের মানোন্নয়নে পরিবর্তনগুলো এসেছে বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হাত ধরেই। দেশের এমন কোনো বড় কিংবা গুরুত্বপূর্ণ প্রকল্প নেই যেখানে এই প্রতিষ্ঠানের রড ব্যবহার হচ্ছে না।

ইস্পাত প্রস্তুতকারক হিসেবে বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সুনাম রয়েছে বেশ। প্রতিষ্ঠানটি এমএস ডিফরমড বার উৎপাদন করে আসছে দীর্ঘদিন ধরে। অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয় প্রতিষ্ঠানটির সব পণ্য।ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পে উৎপাদিত পণ্য সরবরাহ করেছে বিএসআই। এর মধ্যে রয়েছে আগারগাঁও পাসপোর্ট অফিসের বর্ধিত ভবন, শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল, হাতিরঝিল এক্সটেনশন ব্রিজ, মনিপুরী স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ভবন, কুড়িল ফ্লাইওভারের বর্ধিত অংশ, বুয়েটের বর্ধিত ভবন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত শাখা, নটর ডেম কলেজের বর্ধিত ভবন, ভোলার মায়া সেতু, রংপুরের মধুমতি সেতু, টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কেরানীগঞ্জ জেলখানা নতুন ভবন, বাংলাদেশ টেলিভিশন ভবনের বর্ধিত অংশসহ অনেকসরকারি-বেসরকারি ভবন।

বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ ২০০২ সালে পথচলা শুরু করে বিশ্বমানের পণ্য তৈরি ও সেবা দিতে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। পণ্যের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা তাদের। কর্মীবান্ধব হিসেবে সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। কর্মীদের অধিকার রক্ষায় সচেষ্ট বিএসআই। তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ উপহার দিয়ে আসছে প্রতিষ্ঠার শুরু থেকে। সব কর্মীর জন্য সমান সুযোগ-সুবিধা বরাদ্দ রেখেছে প্রতিষ্ঠানটি। নিয়মিত সব কর্মীর জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। কর্মক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা অনুসরণ করে থাকে বন্দর স্টীল। মানসম্পন্ন ইস্পাতের গুণাবলী, প্রাকৃতিক দুর্যোগে ইস্পাতের ভূমিকা প্রভৃতি বিষয় নিয়ে প্রায়ই কর্মশালার আয়োজন করে থাকে বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজ। শিক্ষা খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরি উন্নয়নে সাহায্য-সহযোগিতা করে থাকে তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য প্রণোদনামূলক অনুষ্ঠানের আয়োজনও করে।

দেশে যে কয়েকটি অটোমেটেড রি-রোলিং মিল বা ইস্পাত কারখানা আছে, তার মধ্যে বিএসআই একটি। প্রতিষ্ঠানটি ৫০ লাখ সাইক্লিক লোডের ভূমিকম্পসহনীয় ইস্পাত উৎপাদন করে। সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা রড বন্দর স্টীল ইন্ডাস্ট্রিজই দিয়ে থাকে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: