আইপিডিসির অনলাইন আয়োজন অগ্রজের ২৩তম পর্বে পানিসম্পদ নিয়ে অভিজ্ঞতা জানালেন ড. আইনুন নিশাত
আইপিডিসির নিয়মিত অনলাইন আয়োজন ‘অগ্রজ’-এর ২৩তম পর্বে বাংলাদেশের পানিসম্পদ নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা জানালেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। ড. আইনুন নিশাত ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে সুদীর্ঘ ১৮ বছর সংগ্রাম করে গেছেন।
ব্যাংকার আনিস এ খানের উপস্থাপনায় অগ্রজের এ পর্বে অধ্যাপক ড. আইনুন নিশাত ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে তার দেড় যুগেরও বেশি সময় ধরে সংগ্রামের স্মৃতি রোমন্থন করেন।
১৯৯৬ সালের চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে গঙ্গার পানির যথাযথ বণ্টন নিয়ে কাজ করেছেন তিনি, লিখেছেন মূল্যবান সব প্রবন্ধ। ছিলেন যমুনা সেতু নির্মাণকালে বিশেষজ্ঞ প্যানেলের সদস্য। বর্তমানে পদ্মা সেতু প্রকল্পেও বিশেষজ্ঞ প্যানেলের সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. আইনুন নিশাত।
প্রকৌশলী হিসেবে বিশেষ অবদান রাখায় ২০১৬ সালে শেলটেক পদকে ভূষিত হন ড. আইনুন নিশাত। ২০১৭ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়।