বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্স এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির বনানী শাখায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উক্ত আলোচনা সভায় অন্যান্য উর্দ্ধতন এবং শাখায় কর্মরত কর্মকর্তাবৃন্দের সাথে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার উপস্থিত ছিলেন।
বনানী শাখা প্রধানের নেতৃত্বে উক্ত সভায় লংকাবাংলা ফাইন্যান্সের কর্মকর্তাবৃন্দ স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে আলোকপাত করেন এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সমগ্র শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আলোচনা পরবর্তী দোয়া প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়