শিরোনাম

South east bank ad

থাতেইয়ামা কবির ও মোহাম্মদ জামিল এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

এনআরবি ব্যাংক লিমিটেডে ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়েছে থাতেইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবালকে। সম্প্রতি অনুষ্ঠিত এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাদেরকে পুনর্নির্বাচিত করা হয়।

ভাইস চেয়ারম্যান থাতেইয়ামা কবির বাংলাদেশ ও জাপানের যৌথ নাগরিক। তিনি বিশ্বব্যাপী জাপানি অটোমোবাইল রফতানিতে একজন সফল রফতানিকারক। বর্তমানে তিনি কবির অটো এক্সপোর্ট কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট, কেএম গ্লোবাল লিমিটেড ও সফট বাংলা লিমিটেডের চেয়ারম্যান, সামডে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ওশান অটো বাংলাদেশ ও কে এম ইন্টারন্যাশনালের কর্ণধার।

পুনর্নির্বাচিত হওয়া ভাইস চেয়ারম্যান জামিল ইকবাল বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ নাগরিক। তিনি দেশের অন্যতম বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানি জামিল ইকবাল লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তার জন্ম সিলেটের একটি স্বনামধন্য পরিবারে। তিনি দেশের অন্যতম বড় কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক। জামিল ইকবাল সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন সদস্য। তিনি সিলেটে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক ৭বার জাতীয় পুরস্কার লাভ করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: