শিরোনাম

South east bank ad

মেহনতি মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু : মন্নুজান সুফিয়ান

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, যারা ট্রেড ইউনিয়নে বিশ্বাস করে না তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না। বঙ্গবন্ধু গরিব শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে আজীবন সোচ্চার ছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় গতকাল মঙ্গলবার ২৪ আগস্ট এসব কথা বলেন তিনি।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর মতিঝিল ওয়াপদা ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।


১৫ আগস্ট বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ রাসেলসহ যারা শহীদ হয়েছিলেন, তাদের কী দোষ ছিল—এমন প্রশ্ন রেখে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে।


বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগ সভাপতি মো. সিরাজুল হকের সভাপতিত্বে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া, জাতীয় শ্রমিক লীগ সহসভাপতি মো. হাবিবুর রহমান আকন্দ, মো. মহসীন ভূইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির ও মো. মশিকুর রহমান, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: