শিরোনাম

South east bank ad

রি-কমার্স ব্র্যান্ড সোয়াপে পুরনো পণ্য বিক্রির মূল্য নগদে নিলেই বোনাস

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

চলমান করোনা পরিস্থিতিতে গ্রাহকদের কথা চিন্তা করে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও রি-কমার্স ব্র্যান্ড সোয়াপ নিয়ে এলো দারুণ ক্যাম্পেইন। ‘চয়েস ইজ ইওরস’ নামের এ ক্যাম্পেইনে পুরাতন পণ্যের মূল্য ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে নিলেই এখন থেকে গ্রাহকরা পাবেন ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় বোনাস।

রি-কমার্স ব্র্যান্ড সোয়াপে চলমান ‘নগদ ডিল-এ বেশি লাভ’ অফারে গ্রাহকরা এখন ঘরে বসেই সেলফোন, ল্যাপটপ, বাইক, গাড়ি ও ফার্নিচার ক্রয়-বিক্রয়সহ পুরাতন জিনিসপত্র বদল করতে পারবেন। পণ্য বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সোয়াপের পিকআপম্যান গ্রাহকদের বাসা থেকে পুরাতন পণ্যটি সংগ্রহ করে নেবেন।

নগদ ডিল-এ বেশি লাভ অফারটি চলবে আগামী ৩১ আগস্ট ২০২১ইং তারিখ মঙ্গলবার পর্যন্ত। গ্রাহকরা বোনাসের টাকা পণ্য বিক্রির ৩০ কার্যদিবস পর নিলে পাবেন সর্বোচ্চ ৩০ শতাংশ বা ৩০ হাজার টাকা পর্যন্ত বোনাস। ১৫ কার্যদিবস পর নিলে ২০ শতাংশ বা সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত বোনাস। আর তাত্ক্ষণিক নিলে পাবেন ১০ শতাংশ বা ১০ হাজার টাকা পর্যন্ত বোনাস।

সোয়াপের সিইও পারভেজ হোসেন বলেন, সোয়াপ বিশ্বাস করে, পুরনো মানে ফেলনা নয়। পুরনো মানেই সম্পদ। পুরনো জিনিস আবার ব্যবহার করে দেশের ইলেকট্রনিক বর্জ্য কমিয়ে অর্থনীতিতে অবদান রাখতে সোয়াপ বদ্ধপরিকর।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: