সিকদার গ্রুপের এমডি রন হক ও ভাই দিপু হক পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করায় অব্যাহতি পান
'সিকদার গ্রুপের দুই ভাইকে অব্যাহতি' শিরোনামে গতকাল শুক্রবার ১৩ আগস্ট ২০২১ইং তারিখ একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে 'দুই ভাই নিঃশর্ত ক্ষমা চাওয়ায় উভয়পক্ষের মধ্যে এই সমঝোতা হয়' লাইনের সংশোধনী দিয়েছে সিকদার গ্রুপ।
গতকাল শুক্রবার ১৩ আগস্ট সিকদার গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিঃশর্ত ক্ষমা চাননি, ঘটনাটি নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়েছে।
এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলা থেকে অব্যাহতি পান সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করায় তারা অব্যাহতি পান। বাদী পক্ষ থেকেও কোনো আপত্তি না থাকায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী গত বৃহস্পতিবার ১২ আগস্ট ২০২১ইং তারিখ আদেশ দেন।
গুলশান থানায় করা এই হত্যাচেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রিপন উদ্দিন গত ২৭ জুলাই রন হক ও দিপু হকের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।
এতে উল্লেখ করা হয়, কিছু তথ্যগত ভুল বা ভুল বোঝাবুঝির ভিত্তিতে বাদী মামলাটি দায়ের করেন। নিজেদের ভুল বুঝতে পেরে মামলার বাদী-বিবাদীর মধ্যে এরই মধ্যে একটি সমঝোতা হয়।