অগ্নিদুর্ঘটনা রোধে বাক্কোর প্রশিক্ষণ কর্মশালা
প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও অগ্নিদুর্ঘটনা রোধে দেশের বিপিও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে বিপিও বা আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
সম্প্রতি প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইন মাধ্যমে পরিচালনা করেন সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের পরিচালক এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ফয়সাল আহমেদ। ‘সেফটি অ্যান্ড ফায়ার ফ্যাক্টর উইদিন আইটি সেক্টর’ শীর্ষক কর্মশালাটি ৪০টিরও অধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধির অংশগ্রহণে পরিচালিত হয়, যার মাধ্যমে তারা নিজেদের প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থার ধরন, কর্মীদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ এবং বিভিন্ন অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কেও জানতে পারেন।
প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট অগ্নিদুর্ঘটনার সময় বিচলিত না হয়ে তাত্ক্ষণিক মোকাবিলায় কীভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো সম্ভব, এ ব্যাপারে সচেতনতা বাড়ানো ছিল প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য ।
এ সময় বাক্কো কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি তানভীর ইব্রাহিম। বাক্কোর পরিচালক আবু দাউদ খান তার সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আরও বলেন, এ প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ সচেতনতার মাধ্যমে অগ্নিদুর্ঘটনা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।