শিরোনাম

South east bank ad

বিজিএমইএ হাসপাতালের সেবার মান আরও উন্নত করা হবে : বিজিএমইএর প্রথম সহ-সভাপতি

 প্রকাশ: ১১ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বিজিএমইএর কভিড-১৯ ফিল্ড হাসপাতালের সেবার মান আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গতকাল মঙ্গলবার ১০ আগস্ট চট্টগ্রামের সল্টগোলায় বিজিএমইএ কভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতাল পরিদর্শনকালে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিজিএমইএর অন্যান্য নেতা। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মিরাজ-ই-মোস্তফা (কায়সার), সাবেক পরিচালক ও বিজিএমইএ হাসপাতাল-বিষয়ক স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী ও রাকিব আল নাসের।

পরিদর্শনকালে বিজিএমইএর সৈয়দ নজরুল ইসলাম বলেন, ২০২০ সালের মার্চ থেকে বৈশ্বিক মহামারী গোটা বিশ্বকে যে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে, তা থেকে উত্তরণের লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে বিজিএমইএ একই বছরের জুলাইয়ে সল্টগোলা এলাকায় অবস্থিত বিজিএমইএ হাসপাতালকে ৫০ শয্যার কভিড-১৯ ফিল্ড হাসপাতালে রূপান্তর করে। ওই হাসপাতালে প্রাক-আইসিইউ সেবা পর্যন্ত সব ধরনের সুযোগ-সুবিধাসহ একটি বেজমেন্ট ও ৩ তলাবিশিষ্ট সাড়ে ১৬ হাজার বর্গফুটের এ ফিল্ড হাসপাতালে ৬টি হাই-ফ্লো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়।


তিনি জানান, এলাকার স্থানীয় দরিদ্র জনসাধারণ ও চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীসহ করোনা সংক্রমণজনিত স্বাস্থ্যসেবায় বিজিএমইএ কভিড-১৯ (করোনা) ফিল্ড হাসপাতাল চলমান দুর্যোগকালে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ সময় ওই হাসপাতালে সেবার মান বাড়ানোসহ পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের জন্য দিকনির্দেশনা দেন তিনি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: