শিরোনাম

South east bank ad

থিংক ট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের ওয়েবিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বৈশ্বিক ও আঞ্চলিক উদাহরণগুলোকে বিবেচনায় নিয়ে কোম্পানি নিবন্ধন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার আনতে আরজেএসসির প্রতি আহ্বান জানানো হয়েছে। বেসরকারি খাতের থিংক ট্যাংক বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) আয়োজিত গতকাল রোববার ৮ আগস্ট এক ওয়েবিনার থেকে এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের রিমুভিং টাইম, ব্যয়, প্রক্রিয়াসংক্রান্ত যেসব বাধা ও জটিলতা রয়েছে, সেগুলো সহজীকরণের উদ্দেশে এ ওয়েবিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উদ্যোগে বিল্ডকে সহযোগিতা করেছে ইউএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইম্প্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস এনাবলিং এনভায়রেনমেন্ট। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
ওয়েবিনার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান। অন্যদের মধ্যে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, ইউএসএইড ফিড দ্য ফিউচার বাংলাদেশ ইম্প্রুভিং ট্রেড অ্যান্ড বিজনেস এনাবলিং এনভায়রেনমেন্ট অ্যাক্টিভিটির চিফ অব পার্টি (অ্যাক্টিং) মার্ক শিমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ প্রমুখ বক্তব্য দেন।
ওয়েবিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, আরজেএসসি এরই মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটালাইজড করেছে। তবে এর পরও আমাদের কোম্পানি নিবন্ধন প্রক্রিয়ায় বেশকিছু জটিলতা রয়েছে। অনানুষ্ঠানিক খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে এগুলো দূর করা জরুরি।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: