শিরোনাম

South east bank ad

মেরিডিয়ান ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হলেন কাজী নিজাম আহমেদ

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন কাজী নিজাম আহমেদ। এর আগে তিনি মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। নিজাম আহমেদ দুই দশকের বেশি সময় ধরে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মেরিডিয়ান ফাইন্যান্সে যোগদানের আগে তিনি ইউনাইটেড ফাইন লিমিটেড ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মতো স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: