নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও আইপিডিসির চুক্তি সই
নড়াইলে খেলাধুলার প্রচার ও প্রসারের জন্য সম্প্রতি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের (এনইএফ) সঙ্গে একটি চুক্তি সই করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের (এনইএফ) চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা এবং আইপিডিসি ফাইন্যান্সের এমডি ও সিইও মমিনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় আইপিডিসি ফাইন্যান্স আগামী ৫ বছরে এনইএফের দর্শন অনুসারে নড়াইল জেলায় ক্রীড়া প্রশিক্ষণ সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। গত বছর আইপিডিসি এ ফাউন্ডেশনকে নড়াইলে একটি জিমনেশিয়াম তৈরি করতে সহায়তা করেছিল, যা এ বছরের শেষ নাগাদ উদ্বোধন করা হবে।