ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রথমার্ধে মুনাফা বেড়েছে ৬০.২৩ শতাংশ
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (এনএইচএফআইএল) কর-পরবর্তী মুনাফার পরিমাণ বেড়েছে ৬০.২৩ শতাংশ। চলতি বছরের প্রথমার্ধ শেষে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৯৯ লাখ টাকা। এক বছর আগে একই সময়ে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মুনাফার পরিমাণ ছিল ৯ কোটি ৩৬ লাখ টাকা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে ৭২.৩৮ শতাংশ।
প্রতিষ্ঠানটি বছরের প্রথমার্ধে প্রতি শেয়ারের বিপরীতে আয় করেছে ১.২৮ টাকা। দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রতি শেয়ারের বিপরীতে আয় করেছে দশমিক ৫৬ টাকা। গত বছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে দশমিক ৮০ টাকা ও .৩২ টাকা।
চলতি বছরের প্রথমার্ধে এনএইচএফআইএলের মোট পরিচালনা আয় দাঁড়ায় ২৮ কোটি ২৯ লাখ টাকা, দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালনা আয় দাঁড়ায় ১২ কোটি ৫৮ লাখ টাকা। গত বছরের একই সময়ে তাদের পরিচালনা আয়ের পরিমাণ ছিল ২৪ কোটি ৩৪ লাখ টাকা ও ১০ কোটি ৭৪ লাখ টাকা। জুনের শেষ দিন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭.৭০ টাকা। গত বছরের একই সময়ে তাদের শেয়ারপ্রতি মোট সম্পদের পরিমাণ ছিল ১৬.৯৭ টাকা। ২০২০ ও ২০১৯ সালের সর্বশেষ দিন অনুযায়ী এনএইচএফআইএলের শেয়ারহোল্ডারদের জন্য যথাক্রমে ১৫ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।