সংবাদ পত্র হকার্স ইউনিয়ন গুলোকে ঈদ উপহার দিলো বসুন্ধরা গ্রুপ
দেশব্যাপি সংবাদ পত্র পৌছে দেয়ার কারিগর হকার্স ইউনিয়ন গুলোকে ঈদ উপহার দিলো বসুন্ধরা গ্রুপ। শনিবার দুপুরে নিজ বাসভবনে সংগঠন গুলোর নেতাদের হাতে এ উপহার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোবহান আনভীর।
সায়েম সোবহানের হাত থেকে উপহার গ্রহন করেন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমূখী সমবায় সমিতি লি: এর সভাপতি আব্দুল মান্নান, সংবাদপত্র হকার্স কল্যান বহুমূখী সমবায় সমিতি লি: এর সেক্রেটারি হাজী মো: শাহাবুদ্দিন, পত্রপত্রিকা বিতরনকারী বহুমূখী সমবায় সমিতি লি: এর সার্কুলেশন ম্যানেজার সাদেকুল ইসলাম ও বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মো: আলী। এছাড়াও হকার্স ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী সহ আরও অনেকে।
ঈদ উপহার প্রদান শেষে দেশের পত্রিকার উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা ও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোবহান আনভীর।