শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার-২০২০ পেল ফরচুন গ্রুপ

 প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট


বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০-এর জন্য মনোনীত হয়েছে ফরচুন গ্রুপ ও -এর চেয়ারম্যান মিজানুর রহমান। ফরচুন গ্রুপ মাঝারি ক্যাটাগরিতে যৌথভাবে এ পুরস্কার অর্জন করে।
সম্প্রতি শিল্প মন্ত্রণালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ ঘোষণা করে। 8 বছর ধরে ইউরোপের প্রায় সব দেশেই ফরচুন গ্রুপ তাদের নিজস্ব কারখানার জুতা রফতানি করে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৭ হাজার জনবল রয়েছে। বর্তমানে ঢাকা ও বরিশাল মিলিয়ে ফরচুনের ৫ আধুনিক জুতা তৈরির কারখানা রয়েছে। ফরচুন মূলত বিভিন্ন ধরনের স্পোর্টস সু তৈরি করে। ফরচুন গ্রুপের যাত্রা চট্টগ্রাম থেকে।
২০১২ সালে প্রতিষ্ঠানটি বরিশালের বিসিক শিল্প এলাকায় তাদের জুতার ফ্যাক্টরি স্থাপন করে। বর্তমানে বরিশালেই তাদের তিনটি জুতা ফ্যাক্টরি রয়েছে। জুতা তৈরি করতে সব ধরনের ব্যাক কিওয়ার্ড ফ্যাক্টরিও রয়েছে প্রতিষ্ঠানটির।
ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই পুরস্কারের দাবিদার আমার সব কর্মকর্তা ও কর্মচারী। বিশেষ করে কারখানার শ্রমিকেরা। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই শিল্পমন্ত্রী ও প্রতিমন্ত্রীকেও।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: