স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির ওয়েবিনার অনুষ্ঠিত
করোনা মহামারি কাটিয়ে আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ব্যবসা-বাণিজ্যের ওপর কী ধরনের প্রভাব রাখতে পারে সেই বিষয় নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করে স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এই ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন জেরীন মাহমুদ হোসেন।
এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্নেহাশীষ বড়ুয়া। এ ওয়েবিনারে আরও বক্তব্য দেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি ও সিইও মুমিনুল ইসলাম, বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী, এভারকেয়ার হাসপাতালের সিএফও মোস্তফা আলীম আওলাদ, বাংলাদেশের পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রেয়াজ, সহজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও এমডি মালিহা কাদির এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিবেদক দৌলত আক্তার মালা।