বিএইচবিএফসির ‘এপিএ ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

সম্প্রতি বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) আয়োজনে ‘এপিএ ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক দুদিনের এক ভার্চুয়াল প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সটির উদ্বোধন করেন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। মহাব্যবস্থাপক প্রলয় কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। কোর্সের প্রথম দিন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার এবিএম রুহুল আজাদ কনসেপ্ট অব গভর্নমেন্ট পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল ও তথ্যপূর্ণ সেশন পরিচালনা করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও এপিএ ফোকাল পয়েন্ট রুখসানা হাসিন এপিএ গাইডলাইনস বিষয়ে তথ্য উপস্থাপনা পেশ করেন।
করপোরেশনের সব মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধানসহ সর্বস্তরের কর্মকর্তারা এ কোর্সে অংশগ্রহণ করেন। রিসোর্স পারসনদের বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করেন বিএইচবিএফসির মহাব্যবস্থাপক ও এপিএ ফোকাল পয়েন্ট অরুণ কুমার চৌধুরী। কোর্সের দ্বিতীয় দিনে ‘এপিএ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন’ শীর্ষক সেশন পরিচালনা করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ও এপিএ টিম মেম্বার মোসাম্মাৎ জোহরা খাতুন।