শেলটেক ইঞ্জিনিয়ারিং ও পিটি ওয়াসকিটা ইন্দোনেশিয়ার মধ্যে এমওইউ স্বাক্ষর

দেশের শীর্ষস্থানীয় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান শেলটেক এর সহযোগী প্রতিষ্ঠান শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশে যৌথ উদ্যোগে নির্মাণ প্রকল্পের জন্য ঢাকায়, পিটি ওয়াসকিটা (পার্সেরো) ইন্দোনেশিয়ার সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। শেলটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে কোম্পানির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শেলটেক ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চৌধুরী জামাল আশরাফ এবং পিটি ওয়াসকিটার (পার্সেরো) পক্ষে কোম্পানিটির আন্তর্জাতিকবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এরিয়েফ হার্ডিয়ান্তো নিজ নিজ কোম্পানির পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেলটেক ও এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।