বিআইসিএম-এর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ২০২১’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিবলী রুবায়াত-উল-ইসলাম।
অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল গ্রিন গ্রোথ ইনস্টিটিউটের মহাপরিচালক ফ্রাঙ্ক রিজবারম্যান, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) মফিজউদ্দীন আহমেদ প্রমুখ।