আইএফআইএলের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ২৭৯তম সভা গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান রেজাকুল হায়দারের সভাপতিত্বে সভায় বেশ কিছু বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী ও কেবিএম মঈন উদ্দিন চিশ্তী, নির্বাহী কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসাইন মোগল, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, পরিচালক আবুল কাসেম হায়দার, মোস্তানসের বিল্যাহ, কাজী মাহবুবা আক্তার, আবু খায়ের মো. সাখাওয়াত, স্বতন্ত্র পরিচালক মো. জাহিদুর রহমান, এমডি ও সিইও আবু জাফর মো. সালেহ্ এবং ডিএমডি মারুফ মনসুর উপস্থিত ছিলেন।