স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২ এপ্রিল দেয়া হবে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দীপ্ত টিভিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২০। আগামী ২ এপ্রিল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাওয়ার্ড দেয়া হবে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. এমএইচ আনসারী। এছাড়া কৃষিবিষয়ক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ও চিত্রনায়ক ফেরদৌসসহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।