স্বাধীনতা দিবস উপলক্ষে ওমেরার বিশেষ আয়োজন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের অন্যতম এলপিজি কোম্পানি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি তাদের মোংলা প্লান্টে এক বিশেষ আয়োজন করে। এ আয়োজনে প্রতিষ্ঠানটির সদস্যরা মিলে ওমেরার ২ হাজার ৩১০টি সিলিন্ডার পাশাপাশি বসিয়ে প্লান্টের মাঠে ‘৫০-এ বাংলাদেশ’ লিখে। এ দৃষ্টিনন্দন কাজ করতে পেরে ওমেরা পরিবারের সদস্যরা আনন্দিত ও গর্বিত।
উল্লেখ্য, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড দেশের একটি স্বনামধন্য এলপিজি কোম্পানি। পর পর দুবার দেশসেরা এলপিজি অ্যাওয়ার্ডপ্রাপ্ত কোম্পানিটি ইউরোপিয়ান প্রযুক্তিসম্পন্ন চারটি প্লান্ট, অত্যাধুনিক মেরিন ফ্লিট এবং সর্ববৃহৎ রিটেইল নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে অত্যন্ত সাফল্যের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে এলপিজি সরবরাহ করে আসছে।