শিরোনাম

South east bank ad

যমুনা অয়েলের ৪৫তম এজিএম অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

যমুনা অয়েলের ৪৫তম এজিএম অনুষ্ঠিত

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) ও যমুনা অয়েলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক।

অনুষ্ঠানে পর্ষদের পরিচালক মো. সামসুদ্দোহা, মোল্লা মিজানুর রহমান, দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, মো. আব্দুল জলিল হাওলাদার, মোহাম্মদ হাসানুজ্জামান ও মো. গিয়াস উদ্দিন আনচারী এবং কোম্পানি সচিব মাসুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ২০২০ হিসাব বছরের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য আলোচ্যসূচির অনুমোদন করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: