আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯ পেল বিএটি বাংলাদেশ

ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯ হিসেবে স্বর্ণপদক পেয়েছে বিএটি বাংলাদেশ। দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার দিয়ে থাকে।
সম্প্রতি রাজধানীতে হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম ও স্বতন্ত্র পরিচালক কে. এইচ. মাসুদ সিদ্দিকি পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন ও সাফা সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন। ২০১৬ সাল থেকে পর পর চারবার এ পুরস্কার পেল বিএটি বাংলাদেশ।