আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৯ পেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে আইসিএমএবির বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০১৯ পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইডকলের সিআরও জাবেদ এমরান।
এ সময় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, সাফার সভাপতি একেএম দেলোয়ার হোসেন, আইসিএমএবির সভাপতি মো. জসিম উদ্দিন আকন্দ এবং আইসিএমএবি করপোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।