ভাষার মাসে সনি-র্যাংগসের ‘শ্রদ্ধাঞ্জলি’ অফার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ভাষার মাসে ক্রেতাদের জন্য ‘শ্রদ্ধাঞ্জলি’ অফার নিয়ে এসেছে সনি-র্যাংগস লিমিটেড।
সম্প্রতি রাজধানীর বাংলা মোটরে প্রতিষ্ঠানটির নিজস্ব শোরুমে এ অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অফারের আওতায় ফেব্রুয়ারিজুড়ে সনি-র্যাংগসের সব পণ্য ক্রয়ে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। সঙ্গে নির্দিষ্ট মডেলের সনি ও র্যাংগস এলইডি টিভির ক্রয়ে থাকছে ফ্রি বোম্বাস্টিক সাউন্ড সিস্টেম ও সাউন্ডবার। সনি আলফা ক্যামেরার সঙ্গে ফ্রি মেমোরিস্টিক, নির্দিষ্ট মডেলের কেলভিনেটর ও র্যাংগস রেফ্রিজারেটর ক্রয়ে ব্লেন্ডার ও টোস্টার, মাইক্রোওয়েভ ওভেন ক্রয়ে ক্রেতারা কুকবুক পাবেন একদম ফ্রি।
এছাড়া ফিলিপস অ্যাপ্লায়েন্সে থাকছে বান্ডেল ডিসকাউন্ট। শ্রদ্ধাঞ্জলি অফার উদ্বোধন করেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন ও হেড অব মার্কেটিং মোহাম্মদ জানে আলম। দেশজুড়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সনি-র্যাংগসের সব শোরুম ও বিক্রয় মাধ্যমে একযোগে এ অফার চলবে।