ওয়ালটন ল্যাপটপে চলছে শতভাগ ক্যাশব্যাক অফার
ওয়ালটন ল্যাপটপে ১০০ শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন চলছে। এর আওতায় ক্রেতাদের নানা সুবিধা দিচ্ছে দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। ওয়ালটন ল্যাপটপ ও অন্যান্য আইটি অ্যাকসেসরিজে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ অফার মিলবে।
ওয়ালটনের কম্পিউটার বিক্রয় বিভাগ জানায়, ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।
কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে এরই মধ্যে অনেকে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেয়েছেন। অর্থাৎ ক্রয়কৃত ল্যাপটপের জন্য কোনো মূল্য পরিশোধ করতে হয়নি। তবে নগদ মূল্যে ওয়ালটন কম্পিউটিং পণ্য ক্রয়ের ক্ষেত্রেও ক্যাশব্যাক অফার দেয়া হচ্ছে।