বিএটি বাংলাদেশ এর টপ এমপ্লয়ার অ্যাওয়ার্ড অর্জন

একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে টানা তিনবার আন্তর্জাতিক পুরস্কার 'টপ এমপ্লয়ার বাংলাদেশ' এবং 'টপ এমপ্লয়ার এশিয়া প্যাসিফিক সার্টিফিকেশন-২০২১' অর্জন করেছে বিএটি বাংলাদেশ।
উপযুক্ত পরিবেশ, প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানকে সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হয়। এ স্বীকৃতি বিএটি বাংলাদেশকে বিশ্বের ১১৯টি দেশের মর্যাদাপূর্ণ কোম্পানিগুলোর তালিকায় জায়গা করে দিয়েছে।
কর্মীদের মেধা বিকাশ ও দক্ষতা বৃদ্ধিতে বিশ্বের বড় কোম্পানিগুলোর ভূমিকা ও অবদান পর্যালোচনার মাধ্যমে প্রতি বছর সেরা নিয়োগদাতার পুরস্কার দেয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান টপ এমপ্লয়ার ইনস্টিটিউট। দক্ষ মানবসম্পদ তৈরিতে বাংলাদেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে ২০১৯ সালে প্রথমবারের মতো 'টপ এমপ্লয়ার' পুরস্কারে ভূষিত হয় বিএটি বাংলাদেশ।
এর ধারাবাহিকতায় পরের দুই বছরও নিজেদের অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আধুনিক কৌশল চর্চা, ব্যবস্থাপনা, কর্মীদের অংশগ্রহণ, প্রশিক্ষণ, যোগাযোগ, মূল্যায়ন, প্রযুক্তির ব্যবহারসহ ৬টি ক্ষেত্রে প্রায় ৪০০ ধরনের কর্মপদ্ধতি পর্যালোচনা করে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তি বিষয়ে বিএটি বাংলাদেশের মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসীম বলেন, 'ব্যবসার বাইরে একটি কোম্পানি হিসেবে আমাদের মানবসম্পদ ও সমাজের জন্য বিশেষ কিছু করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। মানবসম্পদকে আমরা প্রতিষ্ঠানের প্রাণ হিসেবে বিবেচনা করি, যা আমাদেরকে পরপর তিনবার দেশের 'টপ এমপ্লয়ার' হওয়ার গৌরব এনে দিয়েছে।
১৯১০ সাল থেকে এ দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে বিএটি। বর্তমানে এক হাজার ৫০০ মানুষ প্রত্যক্ষ এবং প্রায় ৫০ হাজার মানুষ পরোক্ষভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত।