২ হাজার টাকার বাজার করে আইফোন জয়

দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন সুপার শপ মীনা বাজারের ধানমন্ডি ২৭ আউটলেট থেকে মাত্র ২ হাজার টাকার বাজার করে এক সৌভাগ্যবান লটারিতে জিতে নিয়েছেন আইফোন ১২। মীনা বাজার কর্তৃক পূর্বঘোষিত আকর্ষণীয় অফার ‘বছরের সেরা চমক’-এর এ বিজয়ীর নাম আমিনুল এহসান।
১৮ জানুয়ারি মীনা বাজারের পক্ষ থেকে বিজয়ীর হাতে পুরস্কার দেয়া হয়। পুরস্কার হস্তান্তর করেন মীনা বাজারের সিইও শাহীন খান। এ সময় উপস্থিত ছিলেন মীনা প্রতিষ্ঠানটির জিএম অপারেশন্স শামীম আহমেদ জায়গীরদার এবং জিএম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স আহমেদ শোয়েব ইকবাল।
দেশের অন্যতম রিটেইল চেইন সুপার শপ মীনা বাজার ২০০২ সালে শুরু করে। বর্তমানে সারা দেশে এই সুপার শপের ১৬টি শাখা রয়েছে এবং শাখাগুলোয় রয়েছে প্রায় ৮-১০ হাজার রকম পণ্যসামগ্রী।