ইটালিয়ানো ও গেটওয়েলের পরিবেশক সম্মেলন

জনপ্রিয় মেলামাইন ব্র্যান্ড ইটালিয়ানো ও মেডিকেল অ্যাপল্গায়েন্স ব্র্যান্ড গেটওয়েলের পরিবেশকদের নিয়ে হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইটালিয়ানো মেলামাইনের শীর্ষ ১০ জন ও গেটওয়েলের শীর্ষ ১০ জন পরিবেশককে পুরস্কার দেওয়া হয়।
প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ইটালিয়ানো মেলামাইন ও গেটওয়েলের প্রধান পরিচালন কর্মকর্তা সাইদ হোসেন চৌধুরী, এজিএম (মার্কেটিং) ফাহিম হোসেন, ইটালিয়ানো মেলামাইনের ডিজিএম (সেলস) মো. হারুন-অর-রশিদ এবং গেটওয়েলের এজিএম (সেলস) মশিউর রহমানসহ বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।