রোটারীর সিনার্জি টীম সেশন অনুষ্ঠিত

রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনার্জি টীম সেশন শুক্রবার যশোরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী গভর্ণর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, এফডিএফএল রোকেয়া ফারুকী, রোটারী নেতা ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, টিপু খান, হাফিজ ইউ বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে রোটারী নেতৃবৃন্দকে ভবিষ্যত দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ প্রদান করা হয়।