রূপায়ণ সিটি উত্তরার এবিপি সম্মেলন অনুষ্ঠিত

রাজধানীর রূপায়ণ সিটি উত্তরার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা (এবিপি) সম্মেলন-২০২১ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির হেড অব সেলস রেজাউল হক লিমনের সঞ্চালনায় রূপায়ণ সিটি উত্তরার এবিপি কনস্যাল্ট্যান্ট এসকে মুখার্জি, ডিএমডি এম মাহবুবুর রহমান, হেড অব সেলস রেজাউল হক লিমন, হেড অব মার্কেটিং গোস্বামী অসীম কুমার ২০২১ সালে নিজ ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা ও বাস্তবায়নের বিষয়াদি উপস্থাপন করেন। এরপর বক্তব্য রাখেন রূপায়ণ সিটি উত্তরার কনস্ট্রাকশন বিভাগের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সাদিকুর রহমান এবং রূপায়ণ গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রিয়াজ আহমেদ, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পিজে উল্লাহ।
রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল তার বক্তব্যে বলেন, আবাসন শিল্পে রূপায়ণ সিটি উত্তরার সেলস টিম অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। এ সাফল্য রূপায়ণকে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে পতাকা উড়াতে সহায়তা করবে। সেদিন আর বেশি দূরে নেই, রূপায়ণ আবাসন শিল্পে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আবির্ভূত হয়ে নিজের অবস্থান সুদৃঢ় করবে।
এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এলএ মুকুল, শেয়ারহোল্ডার ডিরেক্টর সাইফ আলী খাঁন অতুল ও উপদেষ্টা আবদুর রউফ। সম্মেলনে বেস্ট টিম লিডার, বেস্ট সেলার, বেস্ট এমার্জিং পারফরমার, বেস্ট রেফারেল প্রোভাইডার, বেস্ট সেলস সাপোর্টার এবং বেস্ট রেভিনিউ চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দেয়া হয়।