ইইডিসির বিশেষ ট্রাস্টি ও বাংলাদেশ প্রতিনিধি নিযুক্ত হয়েছেন আশরাফুল হক

আশরাফুল হক চৌধুরী উন্নয়ন সংস্থা ইউরোপীয় অর্থনৈতিক উন্নয়ন কাউন্সিল-ইইডিসির বিশেষ ট্রাস্টি ও বাংলাদেশ প্রতিনিধি হিসেবে ১ জানুয়ারি থেকে নিযুক্তি পেয়েছেন।
ইইডিসি একটি অরাজনৈতিক, বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, যা আর্থ-সামাজিক এবং শিল্প প্রবৃদ্ধির ক্ষেত্রে তহবিল উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি সেক্টরের প্রয়োজনগুলোর দ্রুত সমাধানের জন্য কাজ করে থাকে।
আশরাফুল হক চৌধুরীর নিযুক্তির মাধ্যমে ইইডিসি এখন তার অবিচ্ছিন্ন আর্থ-সামাজিক ও শিল্প প্রবৃদ্ধির কারণে বাংলাদেশকে উন্নয়নের অংশীদার হিসেবে যুক্ত করেছে। আশরাফুল হক চৌধুরী বিগত ৩২ বছর ধরে বাণিজ্য, বিনিয়োগ ও টেলিযোগাযোগের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে অবদান রেখে আসছেন। বর্তমানে তিনি স্টার ইনফ্রাস্ট্রাকচার কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক এবং ব্যাংক এশিয়া-বাংলাদেশের পরিচালক হিসেবে নিযুক্ত।