ইস্পাহানি মির্জাপুর দেশসেরা চা ব্র্যান্ড

টানা ষষ্ঠবারের মতো দেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড হওয়ার পুরস্কার জিতে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর।
পাশাপাশি সব দেশি ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে 'ওভারঅল বেস্ট ব্র্যান্ড' ক্যাটাগরিতে তৃতীয় শীর্ষস্থানের স্বীকৃতি লাভ করেছে এ ব্র্যান্ড।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেনের যৌথ উদ্যোগে এবং এআইইউবির সহযোগিতায় সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০ অনুষ্ঠিত হয়।
এবার দেশজুড়ে প্রায় সাত হাজার ৬০০ ভোক্তা নিয়েলসন পরিচালিত জরিপে অংশ নেন। বিজ্ঞপ্তি।