পল্টনে মীনা ডেইলি যাত্রা শুরু

সুপার মার্কেট চেইন মীনা বাজার রাজধানীর পল্টনে প্রথমবারের মতো ‘মীনা ডেইলি’ চালু করেছে। মীনা বাজার ও মীনা ডেইলির সিওও শাহীন খান এটির উদ্বোধন করেন। এ সময় সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস আহমেদ শোয়েব ইকবাল, সিনিয়র ম্যানেজার অপারেশনস শামীম আহমেদ জায়গিরদার ও ম্যানেজার প্রজেক্ট কামরুল হাসান উপস্থিত ছিলেন