লকডাউনে লাখ পরিবারের কাছে পণ্য পৌঁছে দিচ্ছে ইভ্যালি

চলমান সর্বাত্নক লকডাউনে লাখ পরিবারে পণ্য পৌঁছে দিচ্ছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম ডটবিডি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে থাকা ইভ্যালির এই গ্রাহকেরা মাছ, মাংসসহ অন্যান্য গ্রোসারি পণ্য কিনে সেগুলো হোম ডেলিভারিতে বুঝে পেয়েছেন। সম্প্রতি ‘ইভ্যালি’ সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনাকালে মানুষ যেন ঘরে বসে তার নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো খুব সহজে অনলাইনে অর্ডার করতে পারে সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে ইভ্যালি।
এ বিষয়ে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, করোনাকালে গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে এবং গ্রাহকরা যেন ঘরে বসে নিরাপদভাবে তার নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো পেতে পারে সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমরা সফলভাবে লাখ পরিবারে পণ্য পৌঁছে দিচ্ছি। গ্রাহকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর জন্য আর ঘরের বাইরে বের হতে হবে না। এবং আমরা আশা করি, আগামী দিনে ই-কমার্সের প্রসারের লক্ষে কাজ করে যাব।