আসাদুজ্জামান নুর এর জন্মদিন আজ

আসাদুজ্জামান নুর এর জন্মদিন আজ।
আসাদুজ্জামান নূর স্বনামধন্য একজন অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমেই তিনি পরিচিতি লাভ করেছেন। ১৯৯০ দশকে বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের "কোথাও কেউ নেই" নামের একটি ধারাবাহিকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।"আগুনের পরশ্ মণি" তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র|
বর্তমানে বাংলাদেশ সরকারে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বরত রয়েছেন। ২০০১, ২০০৮ এবং ২০১৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে নিলফামারী জেলা হতে সাংসদ হিসাবে নির্বাচিত হন।
দেশ টিভির ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের নতুন সঞ্চালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। কয়েকদিন আগেও এই অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বতে বিশিষ্ঠ ব্যবসায়ী ও উপস্থাপক আনিসুল হকের থাকার কথা ছিল। শুরুতে যোগদানকারী নির্বাচনে টেলিভিশনের কুইজগুলোতে তিনিই উপস্থাপন করেছিলেন। কিন্তু চোখে অস্ত্রোপচারের কারণে নিয়মিতভাবে সঞ্চালকের কাজটি তিনি করতে পারছেন না একারণে ‘কে হতে চায়কোটিপতি’ অনুষ্ঠান সঞ্চালনার নতুন দায়িত্বভার অভিনেতা আসাদুজ্জামান নূরকে দেওয়া হয়।
বিডি ফিনান্সিয়াল নিউজ২৪.কম এর পক্ষ থেকে আসাদুজ্জামান নুরকে জন্মদিনের শুভেচ্ছা।