South east bank ad

শেখ রাসেলের জন্মদিন আজ

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

শেখ রাসেলের জন্মদিন আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ‘বঙ্গবন্ধু ভবনে’ জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হন শেখ রাসেল। শাহাদতবরণকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে জাতির জনকের রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে, তাদের সে অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলেই সাক্ষ্য দিচ্ছে ইতিহাস। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর-তরুণদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক স্বত্ত্বায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন মানুষরা শেখ রাসেলের বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রতিবদ্ধ। দেশবাসী এখন শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচার দাবিতে সোচ্চার। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রথমে রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত রাসেলসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর শাখার উদ্যোগে দিনব্যাপী কোরআনখানি এবং বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এক বিবৃতিতে শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত কর্মসূচি যথাযোগ্যভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনতার প্রতি অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশের সকল শাখা সংগঠনসমূহকেও অনুরূপ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: