রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন আজ

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬১তম জন্মদিন আজ রোববার। সত্তরের দশকের অন্যতম প্রতিনিধি এ কবি তারুণ্য ও দ্রোহের প্রতীক হিসেবে পাঠকেরকাছে পরিচিত। দিনটি স্মরণে রুদ্র স্মৃতি সংসদ কবির গ্রামের বাড়ি মংলার মিঠেখালীতে আজ সকালে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি,মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। সন্ধ্যায় কবির স্মরণে সংসদ কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় স্মরণসভার আয়োজন করা হয়েছে। পরে তার রচিত কবিতাআবৃত্তি ও গান
পরিবেশিত হবে। তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ তার কাব্যে যুগপৎ ধারণ করেছেন। সৃষ্টিকর্মে তুলে এনেছেন দ্রোহ, প্রেম,স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্য। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন_ এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি স্পর্ধায় তিনি উচ্চারণকরেছেন 'ভুল মানুষের কাছে নতজানু নই'। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে 'তারুণ্যের দীপ্ত প্রতীকে' পরিণতকরেছে। তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং জনপ্রিয় হওয়া 'ভালো আছি ভালো থেকো'সহ ৫০টির বেশি গান রচনা ও তাতে সুরারোপকরেছেন।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ১৯৫৬ সালে বাবার কর্মস্থল বরিশালে জন্মগ্রহণ করেন। তার সাহিত্যচর্চা শুরু হয় স্কুল থেকেই। এরশাদবিরোধী আন্দোলনেরঅন্যতম সৈনিক এ কবি আন্দোলনের অংশ হিসেবেই গড়ে তোলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে মারা যানতিনি।