শিরোনাম

South east bank ad

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মদিন আজ

 প্রকাশ: ০৭ অগাস্ট ২০১৭, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মদিন আজ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭ তম জন্মদিন আজ ৮ আগস্ট। ১৯৩০ সালের এইদিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মহিয়শী নারী। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব নেপথ্যে থেকে বাঙালির মুক্তি সংগ্রামে নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা ও সাহস দিয়েছেন। বাঙালির শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবনের বড় একটা অংশ কারাগারে কাটিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। বঙ্গবন্ধুর অবর্তমানে দল সংগঠিত করা ও আন্দোলন পরিচালনায় পরামর্শ দিতেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। গোয়েন্দা সংস্থার সদস্যদের চোখ ফাঁকি দিয়ে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন, দিক-নির্দেশনা দিতেন, বঙ্গবন্ধুর দেয়া বার্তা পৌঁছে দিতেন কর্মীদের কাছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতির জনক বঙ্গবন্ধুর সঙ্গে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবও কিছু বিপথগামী সেনা সদস্যদের হাতে নির্মমভাবে নিহত হন। বঙ্গমাতার জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।  
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: