গীতিআরা সাফিয়া চৌধুরীর জন্মদিন আজ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এডকম অ্যাডভার্টাইজিংয়ের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরীর জন্মদিন আজ। ঢাকার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স-এর ছাত্রী গীতি আরা সাফিয়ার কর্ম জীবন শুরু হয় করাচিতে। সেখানে তিনি ‘শি ম্যাগাজিন’ নামের একটি পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকায় ফিরে এসে তিনি একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেন। সেখানে দুই বছর কাজ করার পর তিনি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন এডকম। মাত্র ৬ জন কর্মচারী নিয়ে একটি ছোট্ট রুমে শুরু হয় তাঁর নতুন অগ্রযাত্রা।
বিডি ফিনান্সিয়াল নিউজ২৪.কম এর পক্ষ থেকে গীতিআরা সাফিয়া চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা।