শহীদ জননী জাহানারা ইমামের জন্ম

বাংলাদেশি লেখিকা জাহানারা ইমাম। শহীদ জননী হিসেবে খ্যাত জাহানারা ইমাম একইসঙ্গে কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ। একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। একাত্তরের দিনগুলি তার বিখ্যাত গ্রন্থ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেন জাহানারা ইমামের বড় ছেলে শফি ইমাম রুমী। রুমী বেশ কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হন। পাক হানাদাররা তাকে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধবিজয়ের পর রুমীর বন্ধুরা জাহানারা ইমামকে সব মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেন। সেই থেকেই শহীদ জননীর মা মযার্দায় জাহানারা ইমামকে ভূষিত করা হয়।