এমটিবির চেয়ারম্যান ওয়াকিল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক নির্বাচিত

বারিধারা করপোরেশন লিমিটেড ও বারিধারা এগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান, স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের এমডি এবং বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মো. আব্দুল মালেক এমটিবির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৫৬তম সভায় তাদের এ পদে নির্বাচিত করা হয়।
মো. ওয়াকিল উদ্দিন বর্তমানে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক এবং স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দৈনিক স্বদেশ প্রতিদিনের সম্পাদকীয় বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মো. আব্দুল মালেক বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। তিনি শেলটেক কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেডের (এসসিপিএল) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।