কক্সবাজারে এনআরবিসি ব্যাংকের ৮৩তম শাখার যাত্রা শুরু
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে যাত্রা শুরু করল এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ২৭ ডিসেম্বর রোববার কক্সবাজারের লিংক রোডের ট্রেড লিংক সেন্টারে ব্যাংকের ৮৩ তম শাখার উদ্ধোধন করা হয়। পর্যটনশিল্প ও স্থানীয় শিল্পের বিকাশে অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা দেওয়া হবে কক্সবাজার শাখার মাধ্যমে। ব্যাংকের নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব একেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি (জেনারেল), কক্সবাজার জেলা প্রশাসন জনাব মো. আমিন আল পারভেজ, কক্সবাজার পৌরসভার মাননীয় মেয়র জনাব মুজিবুর রহমান।
ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রেখেছে। এসময় তিনি বলেন, এনআরবিসি ব্যাংক দেশের সকল উন্নয়ন কাজের সাথে থাকতে চায়। তিনি বলেন, এই মহামারির সময়েও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশাপাশি এনআরবিসি ব্যাংক কৃষকদের পাশেও থেকেছে।
অনুষ্ঠানে ব্যাংকের কক্সবাজার শাখার ব্যবস্থাপক রফিকুল হাযদার চৌধুরীসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।