পদ্মা ব্যাংকের প্রগতি সরণি শাখা চালু
রাজধানীর মধ্যবাড্ডায় পদ্মা ব্যাংকের ৫৮তম শাখা হিসেবে প্রগতি সরণি শাখা চালু করা হয়েছে। গতকাল ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) ফয়সাল আহসান চৌধুরী আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি মো. আহসান উল্লাহ খান, আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, সিএফও মো. শরিফুল ইসলাম, হেড অব ব্রাঞ্চ সাব্বির মোহাম্মদ সায়েমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।