৬ দিনের জন্য বন্ধ থাকবে স্ট্যান্ডার্ড ব্যাংকের আংশিক লেনদেন সেবা
বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর আংশিক লেনদেন আগামী ৩০ ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬.০০ টা থেকে ৪ জানুয়ারি, ২০২১ রাত ১০.০০ টা পর্যন্ত বন্ধ থাকবে। এই ৬ দিনে ব্যাংকটি কনভেনশনাল সিবিএস হতে ইসলামিক সিবিএস-এ মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) নতুন করে স্থাপন করবে।
বৃহস্পতিবার ২০ ডিসেম্বর, ২০২০ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকসমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের সেবা কোর ব্যাংকিং সিস্টেম মাইগ্রেশনের জন্য আংশিকভাবে ৬ দিনের জন্য স্থগিত থাকবে। এ সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ), বিইএফটিএন ও ডিজিটাল ব্যাংকিং (ইএফটি) কার্যক্রম, রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবাগুলো আগামী ৩০ ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬.০০ টা থেকে ৪ জানুয়ারি, ২০২১ রাত ১০.০০ টা পর্যন্ত স্থগিত থাকবে।
স্ট্যান্ডার্ড ব্যাংক প্রচলিত ব্যাংকিং পদ্ধতিগত অপারেশন থেকে শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং পদ্ধতিতে এর কোর ব্যাংকিং সিস্টেম মাইগ্রেশন করার উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ফেব্রুয়ারি ২০২০ এই বিষয়ে ব্যাংকের জমা দেওয়া প্রস্তাব অনুমোদন করে যার ফলে ব্যাংকটি এই মাইগ্রেশন প্রক্রিয়া শুরু করছে।