৫টি উপ-শাখার উদ্বোধন করলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি ঢাকার ছোলমাইদ, মেরাদিয়া, ঢাকা উদ্যান, রবীন্দ্র সরণি এবং দক্ষিণ খানে উপ-শাখাগুলোর উদ্বোধন করেছে।
এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এসব উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজিত ঐ অনুষ্ঠনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট আজম খান, এমটিবি উপ-শাখাগুলোর ইনচার্জ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।