শিরোনাম

South east bank ad

সাউথইস্ট ব্যাংকের নতুন পেরোল ব্যাংকিং সেবার উদ্বোধন

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেড কর্পোরেট গ্রাহকদের জন্য বেতন কার্ড এবং বেতন প্লাস কার্ড নামে নতুন পেরোল ব্যাংকিং সেবার উদ্বোধন করেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এম. কামাল হোসেন এর উপস্থিতিতে মারমা কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মোস্তাফা-ই-জামান আনুষ্ঠানিকভাবে বেতন কার্ড এবং বেতন প্লাস কার্ডের উদ্বোধন করেন।

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট গ্রাহকরা তাদের কর্মী ও নির্বাহীগণের বেতন এবং অন্যান্য সুবিধাদি বিশেষভাবে ডিজাইনকৃত এই কার্ডের মাধ্যমে প্রদান করতে পারবেন। এই কার্ডের গ্রাহকরা জীবন বীমা ও দুর্ঘটনাজনিত বীমা সুবিধার আওতাভুক্ত।

এছাড়াও গ্রাহকগণ এই কার্ড দিয়ে যে কোন এটিএম থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অফ সেলস, ই কমার্স ব্যবহার এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যাড মানি ছাড়াও আরো সুবিধাদি গ্রহণ করতে পারবেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, মারমা কম্পোজিট লিমিটেডের পরিচালক আজাদ বিন আশরাফ খান এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: